New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: আজব কাণ্ড ঘটল পঞ্চায়েত ভোটে। এতদিন ধরে দেখে দেখে হিংসার ছবি উঠে আসছিল তবে এবার এমন কাণ্ড ঘটালেন প্রার্থী যে তাজ্জব গোটা এলাকা। ব্যালট চুরির পর এবার পেটে ব্যালট পেপার। অবাক করা কাণ্ড ঘটল উত্তর ২৪ পরগনায়। তৃণমূল প্রার্থী মহাদেব মাটির বিরুদ্ধে ব্যালট পেপার খেয়ে ফেলার অভিযোগ। টেবিল থেকে একগুচ্ছ ব্যালট পেপার নিয়ে সোজা পেটে চালান করে দেন তিনি। অভিযোগ তুললেন সিপিএম প্রার্থী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us