BREAKING: মিঠুনের রোড-শোতে ইট বৃষ্টি!

মেদিনীপুরে মিঠুনের রোড-শোকে ঘিরে তুলকালাম কাণ্ড।

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতা: বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে আজ মেদিনীপুরে রোড-শো করছেন বিখ্যাত অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।

mithun chk1.jpg

সেই রোড-শোতে পুলিশের সামনেই ইট বৃষ্টির অভিযোগ করল বিজেপি কর্মীরা। 

agnimitraaw1.jpg

তারা দাবি করেছে যে, পথসভা চলাকালীন তাদের লক্ষ্য করে ইট ও কাঁচের বোতল ছুড়েছে তৃণমূল বাহিনী।

Add 1