এবার ডিএমকে, লোকসভা নির্বাচনের আগে ট্যুইট মোদীর- বড় খবর

ডিএমকে দলকে নিয়ে বড় খবর।

author-image
Aniket
New Update

File Picture

 

 

নিজস্ব সংবাদদাতা: এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নজরে ডিএমকে। লোকসভা নির্বাচনের আগে কাচাথিভু ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিএমকেকে নিশানা করেছেন।

 

ট্যুইট করে মোদী বলেছেন, "অবাক শব্দ একদিকে, ডিএমকে তামিলনাড়ুর স্বার্থ রক্ষার জন্য কিছুই করেনি। কাচাথিভুতে নতুন বিশদ উত্থান ডিএমকে-এর দ্বৈত মানকে সম্পূর্ণরূপে উন্মোচন করেছে। কংগ্রেস এবং ডিএমকে পারিবারিক একক। তারা শুধুমাত্র তাদের নিজেদের ছেলে মেয়েরা বেড়ে ওঠে তাই চায়। তারা অন্য কাউকে পাত্তা দেয় না। কাচাথিভুর প্রতি তাদের নির্মমতা আমাদের দরিদ্র জেলে এবং বিশেষ করে জেলেদের স্বার্থের ক্ষতি করেছে।"

Add 1

d