New Update
/anm-bengali/media/media_files/U7gyQUBusrEsAi0pA203.webp)
নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর কাণ্ডের বিচারের দাবীতে আজ রবিবার দফায় দফায় প্রতিবাদ মিছিলে নেমেছে সাধারণ মানুষ। আজ ধর্মতলায় বিচারের দাবীতে বিক্ষোভকারীদের সাথে মিলিত হয়েছেন নির্যাতিতার বাবা মা।
/anm-bengali/media/media_files/Yczgjczx88P2ddj98qsq.webp)
তাদের দাবী যে বিচার পেতেই হবে। তারা আশাবাদী যে, তারা উপযুক্ত বিচার পাবেনই। বিক্ষোভকারীদের সাথে নিজের বক্তব্য ভাগ করতে গিয়ে কার্যত কেঁদে ফেলেছেন নির্যাতিতার বাবা।
/anm-bengali/media/media_files/4Hbq5n2zjlBmA8BF5gtN.jpg)
তারা আজ পুলিশ প্রশাসনের গাফিলতির কথাকেও তুলে ধরেছেন বারবার। নির্যাতিতার মা জানিয়েছেন যে, পুলিশ প্রশাসন তাদের কোনও রকম সাহায্য করেনি। তাদের বিরুদ্ধেও তদন্ত করা হোক।
/anm-bengali/media/media_files/E16jznxgYVUmBugl8Mtt.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us