শুরু হল মহড়া ! চিন্তায় তাইওয়ান

মহড়া শুরু করেছে চীন । এই মহড়া নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে উত্তেজনা ।

author-image
New Update
taiwan china

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিম প্রশান্ত মহাসাগরে শুরু হচ্ছে লাইভ ফায়ার মহড়া।  এই মহড়ায় যোগদান করতেই ইতিমধ্যেই উপস্থিত হয়েছে চীনা যুদ্ধজাহাজ।  জানা গেছে , এই মহড়ায় চীন সহ বিশ্বের প্রায় ৫টি দেশ যোগদান করবে।  এই মহড়া নিয়ে বেশ চিন্তায় পড়েছে তাইওয়ানের প্রশাসন।  তবে  লাইভ ফায়ার মহড়ায় কি কি বিষয় নিয়ে আলোচনা হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি।