ডিএ : জমায়েত হচ্ছেন আন্দোলনকারীরা! সতর্ক পুলিশ

হরিশ মুখার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ওপর দিয়ে বকেয়া ডিএ-র দাবিতে সরব হয়ে মিছিলে হাঁটবেন সরকরি কর্মীদের একাংশ। ইতিমধ্যেই রাজ্যের নানা প্রান্ত থেকে শিয়ালদা-হাওড়া স্টেশন হয়ে কলকাতায় এসে পৌঁছিয়েছেন মিছিল সমর্থনকারীরা।

author-image
Pallabi Sanyal
New Update
da police

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : ডিএ আন্দোলনের আঁচ এবার কালীঘাটে! হরিশ মুখার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ওপর দিয়ে বকেয়া ডিএ-র দাবিতে সরব হয়ে মিছিলে হাঁটবেন সরকরি কর্মীদের একাংশ। ইতিমধ্যেই রাজ্যের নানা প্রান্ত থেকে শিয়ালদা-হাওড়া স্টেশন হয়ে কলকাতায় এসে পৌঁছিয়েছেন মিছিল সমর্থনকারীরা। হাজরা মোড়ে জমায়েত হচ্ছেন তারা। সেখান থেকেই শুরু হবে মিছিল। এদিকে সতর্ক পুলিশ-প্রশাসনও। কোনোরকম অশান্তি আটকাতে তৎপর পুলিশ কর্মীরা। যদিও মিছিলের অনুমতি দেওয়ার সময় আদালতের তরফে বলা হয়েছিল শান্তিপূর্ণভাবে মিছিল করতে। কোনো রকম উস্কানিমূলত মন্তব্য বা কু কথা বলা যাবে না মিছিল থেকে। ডিএ আন্দোলনের ১০০তম দিনে মহামিছিলকে কেন্দ্র করে বাড়ছে উত্তাপ।