New Update
/anm-bengali/media/media_files/5d5fjILuNq3tjlBtuFeP.webp)
নিজস্ব সংবাদদাতা: 'দ্যা কেরালা স্টোরি' নিয়ে বড় ঘোষণা করা হয়েছে হরিয়ানায়। হরিয়ানায় 'দ্যা কেরালা স্টোরি' সিনেমাটিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর ট্যুইট করে এই বিষয়ে জানিয়েছেন। উল্লেখ্য, ইতিপূর্বে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশেও এই সিনেমাটিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে। তবে পশ্চিমবঙ্গে এই সিনেমাটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যার ফলে সিনেমাটিকে নিয়ে পশ্চিমবঙ্গে বিতর্কের সৃষ্টি হয়েছে।
'The Kerala Story' has been made tax-free in Haryana, tweets CM Manohar Lal Khattar. pic.twitter.com/7ItJTiZWZJ
— ANI (@ANI) May 10, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us