/anm-bengali/media/media_files/7sKvzdq7vLUkKTQ9KdbM.jpg)
নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বাংলায় 'দ্য কেরালা স্টোরি'র (The Kerala Story) প্রদর্শন নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন গতকাল। এই নিয়ে উত্তপ্ত রাজনীতি এবং বিনোদন দুনিয়া। নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠকে মমতা এই ঘোষণা করেন। এই সিনেমা দেখালে রাজ্যে উত্তেজনা আর অশান্তি বাড়তে পারে এমন মন্তব্য করেন তিনি। এছাড়াও বলেন, 'কাশ্মীর ফাইলস, কেরালা ফাইলস তৈরি করা হয়েছে একটি সম্প্রদায়কে নিশানা করে'। এর বিরুদ্ধে গতকাল 'দ্য কাশ্মীর ফাইলস' সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Ranjan Agnihotri) টুইট করে ক্ষোভ প্রকাশ করে বলেন যে তিনি মানহানি মামলা (Defamation Case) দায়ের করবেন এমন বিদ্বেষপূর্ণ কথা বলার জন্য।
আজ পরিচালক বিবেক টুইট (Tweet) করে জানান যে বাংলার মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ (Legal Notice) পাঠিয়েছেন তিনি। 'দ্য কাশ্মীর ফাইলস' এবং ২০২৪ সালের আসন্ন চলচ্চিত্র 'দ্য দিল্লি ফাইলস'কে বদনাম করার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর মিথ্যা এবং অত্যন্ত মানহানিকর মন্তব্যের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান।
BREAKING:
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) May 9, 2023
I have, alongwith @AbhishekOfficl & Pallavi Joshi, sent a LEGAL NOTICE to the Chief Minister, Bengal @MamataOfficial for her false & highly defamatory statements made with malafide intention to defame us & our films #TheKashmirFiles & upcoming 2024 film #TheDelhiFiles. pic.twitter.com/G2SjX67UOB
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us