BREAKING : পহেলগাঁও হামলার মাঝেই এবার মোদিকে নিয়ে বড় মন্তব্য করলেন চন্দ্রবাবু নাইড়ু
BREAKING : ফের সাইবার হানার চেষ্টা পাকিস্তানের ! বানচাল করলো ভারত
BREAKING : পাক অধিকৃত কাশ্মীর (POK) দখলের সিদ্ধান্ত নতুন নয় ! এবার গর্জে উঠলেন অধীর
BREAKING : আজ রাতে অনেকের ঘুম উড়ে যাবে ! হঠাৎ কেন একথা বললেন মোদি ?
BREAKING : মানুষের মনে আঘাত দিয়েছেন দিলীপ ! গর্জে উঠলেন জগন্নাথ সরকার
পাক সরকার জঙ্গিদের মদত দেয়! এবার স্বীকার করে নিলেন বিলাওয়াল ভুট্টো
সেক্টর ফাইভে রাসায়নিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার পুনর্গঠন করছে NIA! কী তথ্য সামনে আসছে জেনে নিন
প্রত্যাঘাতের জন্য কোন পথে ভারত! শাহজাহানপুরের বিমান ঘাঁটিতে নামছে একের পর এক যুদ্ধ বিমান

অবমাননা! কেন্দ্রের ভূমিকায় চূড়ান্ত অসন্তুষ্ট আদালত

আদালতের নির্দেশ কেন মানা হল না তা নিয়ে বিচারপতি রাজাশেখর মান্থার প্রশ্নের মুখে পড়ল কেন্দ্র। সোমবার বিজেপি নেতার খুনের মামলার শুনানিতে বিচারপতি বলেন, নিহত বিজেপির বুথ সভাপতির পরিবার ও প্রতিবেশীর পরিবারকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল গত ৩ মে।

author-image
Pallabi Sanyal
New Update
KOLKATA HC

কলকাতা হাইকোর্ট

নিজস্ব সংবাদদাতা : ময়নায় নিহত বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুঁইয়ার মৃত্যুতে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে পরিবার। এদিকে, আদালতের নির্দেশে কেন্দ্রের নিরাপত্তার ব্যবস্থা করার কথা। কিন্তু তা না হওয়ায় চূড়ান্ত অসন্তুষ্ট আদালত। আদালতের নির্দেশ কেন মানা হল না তা নিয়ে বিচারপতি রাজাশেখর মান্থার প্রশ্নের মুখে পড়ল কেন্দ্র। সোমবার মামলার শুনানিতে বিচারপতি বলেন,  নিহত বিজেপির বুথ সভাপতির পরিবার ও প্রতিবেশীর পরিবারকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল গত ৩ মে। রাজ্য তার দেওয়া নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে।কেন্দ্রের নিরাপত্তা কোথায়?কেন্দ্রীয় সরকার কি আইনের ঊর্ধ্বে? প্রশ্ন তোলেন বিচারপতি মান্থা। কড়া সুরে বলেন, প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রকের সচিবকে তলব করা হবে। 

আদালতের নির্দেশ উপেক্ষা করার অর্থ হল আদালত অবমাননা। তবে কী দায়ের হবে মামলা? এ বিষয়ে বিচারপতি বলেন,কেন্দ্রের থেকে এই গা ছাড়া মনোভাব মোটেই আশা করা যায় না। যা করেছেন এখনও অবধি, তা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনার জন্য যথেষ্ট।