Probha Rani Das
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/TCaX6z0chrae21AqxXrR.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আজ চলতি মাসের প্রথম দিন। আজ থেকেই আবার কমল গ্যাসের সিলিন্ডারের দাম। আজ দেশ জুড়ে গ্রাহকদের গ্যাসের সিলিন্ডার কিনতে আগের থেকে কম টাকা ব্যয় করতে হবে। তবে কেন্দ্রীয় সরকারের তরফে শুধুমাত্র বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রেই এই দাম কমানো হয়েছে।
/anm-bengali/media/media_files/7KcyTaCGORMzTJ93YLnW.jpg)
জানা গিয়েছে, জুলাই মাসের প্রথম দিন থেকেই ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হচ্ছে। এর আগে কলকাতায় এই গ্যাসের সিলিন্ডার কিনতে গ্রাহকদের ব্যয় করতে হত ১,৭৮৭ টাকা। যার দাম এবার কমে দাঁড়িয়েছে ১,৭৫৬ টাকা। অর্থাৎ সিলিন্ডার প্ৰতি দাম কমেছে ৩১ টাকা। রাজধানী দিল্লিতেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে হয়েছে ১,৬৪৬ টাকা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us