সুপ্রিম কোর্টে খারিজ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলা। পঞ্চায়েত ভোট নিয়ে বহাল রইল কলকাতা হাইকোর্টের রায়। প্রধান বিচারপতির মন্তব্য, নির্বাচন কমিশনকে আটকাতে পারে না শীর্ষ আদালত।
নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচন (panchayat polls) নিয়ে জট কাটল! সুপ্রিম কোর্টে (SUPREME COURT) খারিজ বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারীর (SUVENDU ADHIKARI) দায়ের করা মামলা। পঞ্চায়েত ভোট নিয়ে বহাল রইল কলকাতা হাইকোর্টের রায় (KOLKATA HC)। প্রধান বিচারপতির মন্তব্য, নির্বাচন কমিশনকে আটকাতে পারে না শীর্ষ আদালত।