নিজস্ব সংবাদদাতা : নদিয়ার (Nadia) হাঁসখালিতে (Hashkhali)তৃণমূল নেতা (TMC Leader)আমোদ আলি বিশ্বাস (Amod Ali Biswas)কে গুলি করে খুনের ঘটনায় এলকা থেকে গ্রেফতার করা হয়েছিল খালেক মন্ডলকে (Khalek Mondal)। শনিবার তাকে তোলা হবে আদালতে (court)। মোট ৮ জনের বিরদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল মৃতের পরিবারের লোকেরা।