New Update
/anm-bengali/media/media_files/0sOndvsBBSTayU6g5pZ8.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ থাইল্যান্ডে প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে উত্তেজনা। থাইল্যান্ডের প্রগতিশীল মুভ ফরওয়ার্ড পার্টি (এমএফপি) নেতা পিটা লিমজারোয়েনরাত বলেছেন,'তিনি প্রধানমন্ত্রী হতে প্রস্তুত।' ইতিমধ্যেই থাইল্যান্ডের বিরোধী দল প্রগতিশীল মুভ ফরওয়ার্ড পার্টি ব্যাপকভাবে জয়লাভ করেছে। এখনও পর্যন্ত নিবার্চনের ফলাফল ঘোষণা হয়নি। তবে , এই নির্বাচন নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে উত্তেজনা।
#BREAKING Thai opposition leader Pita claims victory, says ready to be PM pic.twitter.com/gziNTH3fzc
— AFP News Agency (@AFP) May 15, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us