নিজস্ব সংবাদদাতা : জম্মু-কাশ্মীরের বান্দিপোরা জেলায় ফের জঙ্গি হামলা। শুক্রবার কুলনার বাজিপোরা এলাকায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে আহত হলেন দুই নিরাপত্তাবাহিনীর কর্মী।
/anm-bengali/media/media_files/iVTaGbvj2jVLhXhP1lnS.jpg)
সূত্রের খবর, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। জঙ্গিদের উপস্থিতির খবর পাওয়ার পরই এলাকাটি ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। তবে আচমকাই নিরাপত্তাবাহিনীর ওপর গুলি চালায় লুকিয়ে থাকা জঙ্গিরা। এরপরই শুরু হয় গুলির লড়াই। জঙ্গিদের গুলিতে আহত হন নিরাপত্তা বাহিনীর দুই কর্মী। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা এলাকায় টানটান উত্তেজনা, জোরদার নজরদারি চালাচ্ছে সেনা ও পুলিশ।