/anm-bengali/media/media_files/SgMsB6GAFarlpFjK5mjP.jpg)
নিজস্ব সংবাদদাতা: অস্থায়ীভাবে রাশিয়ান অধিকৃত ইউক্রেনের মারিউপোলে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে বলে জানা যাচ্ছে। বিস্ফোরণের ফলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মারিউপোল প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বিস্ফোরণের ফলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এই বিষয়ে জানিয়েছেন, মারিউপোলের মেয়রের উপদেষ্টা পেট্রো আন্দ্রিউশচেঙ্কো। উল্লেখ্য, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে বিস্ফোরণ বর্তমানে স্বাভাবিক বিষয় হয়ে উঠেছে। ইউক্রেন জুড়ে একের পর এক বিমান হামলা ও বিস্ফোরণ হয়ে চলেছে প্রতিনিয়ত। ইতিপূর্বে বিমান হামলা হয়েছে ইউক্রেনের সুমি অঞ্চলের ভেলিকোপিসারভস্কা সম্প্রদায়ের ভূখণ্ডে। রাশিয়ান বাহিনীর তরফে ১ টি বিমান হামলা চালানো হয় এখানে। যার ফলে এই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নিকোপোল, খারকিভ, দোনেৎস্ক এবং খেরসন সহ ইউক্রেনের বেশকিছু অঞ্চলে বর্তমানে বিমান সতর্কতা জারি রয়েছে।
⚡️An explosion was heard in temporarily occupied Mariupol.
— FLASH (@Flash_news_ua) May 24, 2023
This was reported by Petro Andriushchenko, adviser to the mayor of Mariupol.