/anm-bengali/media/media_files/HhY1k7Ld11HMaqgwNAiR.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ নতুন পার্লেমেন্ট ভবনের উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিশিষ্ট মহলের দাবি, বিজেপি (BJP)-কে কোণঠাসা করতে একজোট হচ্ছে একের পর এক রাজনৈতিক দল। যদিও একদিকে যখন একের পর এক রাজনৈতিক দল এই অনুষ্ঠানকে বয়কট করছে, তখন বিজেপি-র পাশে দাঁড়ালো তেলেগু দেশম পার্টি। এই দল আজ বুধবার সাফ জানিয়ে দিয়েছে, তেলুগু দেশম পার্টি (TDP) ২৮ মে দিল্লিতে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবে।
TDP (Telugu Desam Party) will attend the new Parliament building inauguration in Delhi on 28th May. pic.twitter.com/A29UJgw78u
— ANI (@ANI) May 24, 2023