/anm-bengali/media/media_files/kvEtEidLBnbh2Z48PgEP.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ ফের নিজের এক্স-হ্যান্ডেলে বিস্ফোরক টুইট করলেন তথাগত রায়। তিনি টুইট করে বলেছেন, “ভদ্রতায় সভ্যতায় সংস্কৃতিতে বাঙালির মুখে কষিয়ে থাপ্পড় মারলো পাশের রাজ্য ওড়িশা। রাজনীতির পালাবদল হলো। কিন্তু কোন রক্তপাত নেই। বোমা নেই। ঘর পোড়ানোর গন্ধ নেই। বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া নেই। বরং এক নবীনের সঙ্গে আর নবীনের মধুর সম্পর্ক আছে।”
/anm-bengali/media/media_files/2CbPLvh7606z8BDipmrz.jpeg)
তিনি আরও বলেছেন, “বাংলার সব থেকে বড় মিথ্যা বোধহয় এটাই যে বাঙালিরা সভ্যতা ও সংস্কৃতি প্রিয়। সভ্যতা মানে যেমন দাসত্বের জীবন নয় তেমনই সংস্কৃতির অর্থ শুধু ছ্যাবলামো আর সিরিয়াল নয়।
আমাদের এই ভাবনার অধঃপতনের মূল কারন বাংলায় আমরা যাদের সভ্যতা ও সংস্কৃতির ধারক ও বাহক মনে করি তারা বেশিরভাগ হীন চরিত্র, মধ্যমেধার সুযোগ সন্ধানী এবং তাঁবেদারি সর্বস্ব বিক্রীত মস্তিস্ক। এরাই বাংলার বুদ্ধিজীবী নামে খ্যাত। আবার অন্যান্য রাজ্যের সাধুসন্ত সমাজের যে চারিত্রিক দৃঢ়তা এখানে সেটাও নেই।”
ভদ্রতায় সভ্যতায় সংস্কৃতিতে বাঙালির মুখে কষিয়ে থাপ্পড় মারলো পাশের রাজ্য ওড়িশা। রাজনীতির পালাবদল হলো। কিন্তু কোন রক্তপাত নেই। বোমা নেই। ঘর পোড়ানোর গন্ধ নেই। বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া নেই। বরং এক নবীনের সঙ্গে আর নবীনের মধুর সম্পর্ক আছে।
— Tathagata Roy (@tathagata2) June 22, 2024
বাংলার সব থেকে বড় মিথ্যা বোধহয়… pic.twitter.com/YQTSywoHCS
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us