আসছে না যুদ্ধবিমান! চিন্তায় দেশ

সফটওয়্যার সমস্যার কারণে তাইওয়ানে আসছে না যুদ্ধবিমান । ইতিমধ্যেই চিন্তায় পড়েছে প্রশাসন ।

author-image
Srijita
25 May 2023
আসছে না যুদ্ধবিমান! চিন্তায় দেশ

নিজস্ব সংবাদদাতা: তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও-চেং বৃহস্পতিবার বলেছেন, সফটওয়্যার সমস্যার কারণে যুক্তরাষ্ট্র থেকে তাইওয়ানে ৬৬টি অত্যাধুনিক এফ-১৬ভি যুদ্ধবিমান সরবরাহে বিলম্ব হচ্ছে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে লকহিড মার্টিন কর্পোরেশনের এফ-১৬ যুদ্ধবিমান ৮ বিলিয়ন ডলারে বিক্রির অনুমোদন দেয়। উল্লেখ্য , এই এফ-১৬  যুদ্ধবিমান এশিয়ার বৃহত্তম ২০০ টিরও বেশি জেট বহন করতে  সক্ষম।