চীনকে আক্রমণ করলেন রাষ্ট্রপতি

তাইওয়ান প্রণালীতে চীনের সামরিক মহড়ার নিয়ে নিন্দা জানালেন প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন।

author-image
New Update
china 8

নিজস্ব সংবাদদাতা:  তাইওয়ান (Taiwan)  প্রণালীতে চীনের (China)  সামরিক মহড়ার নিয়ে নিন্দা জানালেন প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। তাইওয়ান প্রেসিডেন্ট জানিয়েছে, 'তাইওয়ান প্রণালী ও অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য  সামরিক মহড়া শুরু করেছে চীন। এটা কোনো দায়িত্বশীল বড় দেশের মনোভাব নয়। ' ইতিমধ্যেই তাইওয়ানকে ঘিরে ফেলেছে বহু চীনা যুদ্ধ জাহাজ।