বাড়ছে যুদ্ধজাহাজ, তাহলে কি যুদ্ধ শুরু?

ফের উত্তপ্ত তাইওয়ান উপকূল। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেইজিং তাদের ব্যাপক যুদ্ধ মহড়া বন্ধের ঘোষণা করার একদিন পর মঙ্গলবার তারা ফের মহড়া শুরু করেছে।

author-image
New Update
ship

নিজস্ব সংবাদদাতা: ফের উত্তপ্ত তাইওয়ান (Taiwan) উপকূল। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেইজিং তাদের ব্যাপক যুদ্ধ মহড়া  বন্ধের  ঘোষণা করার একদিন পর মঙ্গলবার তারা ফের মহড়া শুরু করেছে।  প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার ফের তাইওয়ানের চারপাশে ৯টি চীনা (china) যুদ্ধজাহাজ এবং ২৬টি যুদ্ধ  বিমানকে মহড়া দিতে দেখা গেছে। এই ঘটনার পর ফের উত্তেজনা সৃষ্টি হয় তাইওয়ানে।