New Update
/anm-bengali/media/media_files/yxOYvZXczS4Pj5Lpn4OW.jpg)
নিজস্ব সংবাদদাতা: ন্যাটোতে যোগদান করা নিয়ে এবার মুখ খুললো সুইডেন। বৃহস্পতিবার সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্টকহোম ন্যাটোতে যোগদানের 'সব প্রতিশ্রুতি' পূরণ করেছে। তুরস্ক ও হাঙ্গেরিকে তার দেশকে জোটে যোগদানের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে। তবে কবে তারা ন্যাটোতে যোগদান করবে তা এখনও পর্যন্ত জানা যায়নি। উল্লেখ্য , সুইডেনের এই যোগদান নিয়ে এখনও পর্যন্ত কোন মন্তব্য করেনি ন্যাটো।
#BREAKING Swedish minister says 'all commitments' fulfilled to join NATO pic.twitter.com/gWhVyFBXXh
— AFP News Agency (@AFP) June 1, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us