Breaking : ২০২৩-এ বাংলায় বিধানসভা ভোট! হল ঘোষণা

বিজেপি বিধায়ক কটাক্ষের সুরে বলেন যে আর্থিক সঙ্কটের মধ্যেই একের পর এক মামলা করছে রাজ্য সরকার। তার বিরুদ্ধেই ৬টি মামলা করা হয়েছে। যার ৫টিতেই রাজ্য হেরেছে। সুপ্রিম কোর্ট - হাইকোর্টের আইনজীবীদের পিছনে ৫০ কোটি টাকা রাজ্য খরচ করেছে বলেও সুর চড়ান শুভেন্দু।

author-image
Pallabi Sanyal
New Update
state assembly

বিধানসভা

নিজস্ব সংবাদদাতা : ফের বিধানসভা ভোট! তাও আবার চলতি বছরে! বিধানসভায় সাংবাদিক সম্মেলন করে এমনই ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাসক দলকে নিশানা করে তিনি বলেন, ''যেভাবে বাংলা আর্থিক দেউলিয়া হয়ে পড়েছে, তাতে সরকার এমনিতেই পড়ে যাবে। চলতি বছরেই আবার বিধানসভা ভোট হবে বাংলায়।'' এছাড়াও বিজেপি বিধায়ক কটাক্ষের সুরে বলেন যে আর্থিক সঙ্কটের মধ্যেই একের পর এক মামলা করছে রাজ্য সরকার। তার বিরুদ্ধেই ৬টি মামলা করা হয়েছে। যার ৫টিতেই রাজ্য হেরেছে। সুপ্রিম কোর্ট - হাইকোর্টের আইনজীবীদের পিছনে ৫০ কোটি টাকা রাজ্য খরচ করেছে বলেও সুর চড়ান শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোষাগারের অর্থ নয় ছয় করছেন বলে অভিযোগ তুলেছেন তিনি।