New Update
/anm-bengali/media/media_files/15AaV6Z55g8wgpzbfMl3.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বেআইনি বাজি কারখানায় (Illegal Firecracker Factory) বিস্ফোরণ হয়েছে গতকাল। এগরার (Egra) খাদিকুল গ্রামে আজ গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিস্ফোরণস্থল পরিদর্শন করে সেখানকার বর্তমান পরিস্থিতি দেখে ক্ষোভে ফেটে পড়েন তিনি।
'মমতাকে না সরালে পরিত্রাণ নেই। ভানু বাগের বাড়ি পাহারা দিচ্ছে মমতার পুলিশ'। এনআইএ (NIA) হবে, পুলিশের ভূমিকা সামনে চলে আসবে। বগটুই থেকে জ্বলছে বাংলা', বিস্ফোরণস্থলে দাঁড়িয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু। প্রমাণ লোপাট ঠেকাতে কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়নের দাবি করেছেন শুভেন্দু।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us