/anm-bengali/media/media_files/8IRqTofeg9M4OrId3RGc.jpg)
অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা : শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রেস কনফারেন্সের পরই সাংবাদিক বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। রাজ্যের বিরোধী দলনেতাকে বাজার গরম করা ট্যুইটার নেতা বলে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূলের সাধারণ সম্পাদক। হুঁশিয়ারির সুরে বলেন, ''আপনাকে ল্যাজে গোবরে করব। কোনো বেঞ্চ বাঁচাতে পারবে না।'' এর আগে শুভেন্দু রাজ্য সরকারের বিরুদ্ধে কথায় কথায় মামলা করার অভিযোগ করেন। বলেন যে রাজ্যের অর্থনৈতিক অবস্থা সঙ্কটে থাকা সত্ত্বেও কোটি কোটি টাকা আইনজীবীদের পেছনে খরচ করছে রাজ্য সরকার। এদিকে , অভিষেকের দাবি, '১ হাজার জনসভা থেকে তার নামে ১ হাজার অভিযোগ করেন শুভেন্দু। কিন্তু একটাও প্রমাণ হয়নি।' চ্যালেঞ্জ করে অভিষেক বলেন, 'মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন, অভিযোগ প্রমাণ হলে পদত্যাগ করবেন। প্রমাণ করে দেখান। এরকম সুযোগ আর পাবেন না।' শুভেন্দু প্রতিবারই ট্যুইট করে বোমা ফাটান। তিনি বাজার গরম করা ট্যুইটার নেতা, যিনি নাম না নিয়ে ভাববাচ্যে আক্রমণ করেন ও মিথ্যা অভিযোগ করেন বলেও সুর চড়ান তৃণমূলের সাধারণ সম্পাদক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us