/anm-bengali/media/media_files/kVCwtsIQchzkC4UIt9Cj.jpg)
শুভেন্দু অধিকারী-বীনিত গোয়েল
নিজস্ব সংবাদদাতা : শুভেন্দু অধিকারীর একটি ট্যুইটের প্রেক্ষিতে তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল। সেই মামলায় আদালতের নির্দেশে স্বস্তি পেলেন রাজ্যের বিরোধী দলনেতা। মানহানি মামলায় আগামী ২০ মে শুভেন্দু অধিকরীকে ব্যাঙ্কশাল আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারক। আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে পাল্টা হাইকোর্টে মামলা করেন নন্দীগ্রামের বিধায়ক। বৃহস্পতিবার মামলার শুনানিতে নিম্ন আদালতের হাজিরা সংক্রান্ত নির্দেশ খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী।
প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী একটি বাসের ছবি ট্যুইট করে দাবি করছিলেন,কালীঘাটের পটুয়াপাড়ায় একটি বাসকে পুলিশি নিরাপত্তায় যাতায়াত করানো হচ্ছে। টাকা আসছে বলেও ইঙ্গিত করেন তিনি। ট্যুইট বার্তায় শুভেন্দু দাবি করেন, কলকাতা পুলিশ কেন বাসটিকে নিরাপত্তা দিচ্ছে তার ব্যাখ্যা দিতে হবে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। আর তারপরই পাল্টা দায়ের হয় মানহানির মামলা। মামলা প্রসঙ্গে শুভেন্দু জানিয়েছিলেন, “আমি কলকাতা পুলিশ কমিশনারের নজরে এনেছিলাম বিষয়টি। কেন কালীঘাটের পটুয়াপাড়ার রাস্তা ১১টা ৫০ মিনিট থেকে রাত ১২ টা ৪৫ মিনিট পর্যন্ত বন্ধ করে রাখা ছিল? আমি কি এটা জানতে চাইতে পারি না? আমি বুঝে নেব। নগরপাল তার চেয়ার পাকাপোক্ত করার জন্য এগুলো করছেন।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us