New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: নন্দীগ্রামে বিজেপির 'মনোনয়নে' সুরক্ষা ঢাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠাকুরচক এলাকা থেকে শুরু হল মিছিল। শুভেন্দুর নেতৃত্বে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন বিজেপি প্রার্থীরা। হাতে পদ্ম চিহ্নের বোর্ড নিয়ে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ১১৬ জন প্রার্থী রয়েছেন তাঁর সঙ্গে। 'চোর সাফ করতে তৈরি গ্রাম', বললেন শুভেন্দু। মনোনয়ন জমা দেওয়ার মিছিল থেকে 'চোর ধরো জেল ভরো' স্লোগান দিলেন শুভেন্দু।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us