/anm-bengali/media/media_files/XoV4WKdC7jRAUL3wkcWT.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে কেন্দ্রের কাছে নালিশ জানালেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিরোধী দলনেতা শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ‘প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা’র নাম চুরি করার অভিযোগ তুলেছেন। তিনি আজ সোমবার টুইট করে জানিয়েছেন, ‘আমি মাননীয় কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী পুরষোত্তম রুপালাকে একটি চিঠি লিখেছি। পশ্চিমবঙ্গ সরকার খুবই অনৈতিকভাবে কেন্দ্রের ‘প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা’র মতো অনুকরণ করে ‘বঙ্গ মৎস্য যোজনা’র চালু করেছে। পশ্চিমবঙ্গ সরকার কীভাবে অনৈতিকভাবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্পের নাম পরিবর্তন করছে তা আমি কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি মারফত বিস্তারিতভাবে জানিয়েছি।‘
I have written a letter to The Hon'ble Union Cabinet Minister; Fisheries, Animal Husbandry and Dairying; Shri @PRupala Ji, intimating him regarding the unethical renaming of The Pradhan Mantri Matsya Sampada Yojana (PMMSY) by the Department of Fisheries; Govt of WB as Banga… pic.twitter.com/8NnfWwMYiF
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 22, 2023