/anm-bengali/media/media_files/ZSKgqyE8fezzO20llGQ9.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অবশেষে আজ বুধবার এগরায় বিস্ফোরণস্থল ঘুরে দেখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রশাসনের নাকের ডগায় রীতিমতো বেআইনি বাজি তৈরির কারখানা ও বিস্ফোরণের ঘটনা নিয়ে সরগরম বাংলা। এদিকে এদিন শুভেন্দুর সামনেই কান্নায় ভেঙে পড়লেন স্বজনহারাদের পরিবার। এর পাশাপাশি বিস্ফোরণস্থল ঘুরে বিজেপি বিধায়ক হুঙ্কার দিয়েছেন, 'সব হিসেব হবে।' গতকাল মঙ্গলবার এগরার খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯। নিহতদের মধ্যে ৫ জন মহিলা ও ৩ জন পুরুষ, অন্য আর একজনের পরিচয় পাওয়া যায়নি। বিস্ফোরণের পর কারখানার পাশের জমিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে দেহাংশ। এদিকে এহেন ঘটনার পরেই ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা।
#WATCH | West Bengal LoP Suvendu Adhikari visits the spot of blast at an illegal firecracker factory in East Medinipur, where nine people were killed yesterday https://t.co/kg062ic2hgpic.twitter.com/xbeq8oppBl
— ANI (@ANI) May 17, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us