Egra Blast: শুভেন্দুর সামনেই কান্নায় ভেঙে পড়লেন স্বজনহারাদের পরিবার

গতকাল মঙ্গলবার এগরায় (Egra Blast) বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। ঘটনাকে ঘিরে তুমুল রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এগরা বিস্ফোরণকাণ্ডে NIA তদন্তের দাবি জানিয়েছেন।

author-image
SWETA MITRA
New Update
suvendu.jpg

নিজস্ব সংবাদদাতাঃ অবশেষে আজ বুধবার এগরায় বিস্ফোরণস্থল ঘুরে দেখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রশাসনের নাকের ডগায় রীতিমতো বেআইনি বাজি তৈরির কারখানা ও বিস্ফোরণের ঘটনা নিয়ে সরগরম বাংলা। এদিকে এদিন শুভেন্দুর সামনেই কান্নায় ভেঙে পড়লেন স্বজনহারাদের পরিবার। এর পাশাপাশি বিস্ফোরণস্থল ঘুরে বিজেপি বিধায়ক হুঙ্কার দিয়েছেন, 'সব হিসেব হবে।' গতকাল মঙ্গলবার এগরার খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯। নিহতদের মধ্যে ৫ জন মহিলা ও ৩ জন পুরুষ, অন্য আর একজনের পরিচয় পাওয়া যায়নি। বিস্ফোরণের পর কারখানার পাশের জমিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে দেহাংশ। এদিকে এহেন ঘটনার পরেই ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা।