Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/tIjIGzFc0y7sgcjJhRYU.jpg)
প্রতীকী অবস্থান
নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র ফারাক ৩৬ শতাংশ। কবে মিলবে কেন্দ্রের সমান হারে ডিএ? প্রশ্নের উত্তরই দীর্ঘদিন ধরে খুঁজে চলেছেন আন্দোলনকারীরা। হকের ডিএ-র দাবিতে শনিবার ডাক দেওয়া হয়েছে মহা মিছিলের। এদিন হাজরা মোড় থেকে মিছিল শুরুর আগেই রাজ্য সরকারকে চিতায় তুলে দিলেন সরকারি কর্মীদের একাংশ। চিতায় সাদা চাদর পেতে, কোলবালিশ শোয়ানো। রয়েছে তুলসীর চারা। খাটে সাঁটানো পোস্টার, যেখানে লেখা 'পশ্চিমবঙ্গ সরকারের বিবেক'। ১০০তম দিনে মিছিল শুরুর আগে যেভাবে চমক দিচ্ছেন আন্দোলনকারীরা তাতে আগামীদিনের চমকের অপেক্ষায় সব মহল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us