কাটছে রাহুলের রাহুর দশা? আজই হতে পারে ফয়সালা

আজ কি সুরাট আদালতে স্বস্তি পাবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)? রাহুল গান্ধীর করা 'মোদী পদবী' নিয়ে মন্তব্যের বিষয়ে আগামী ২০ এপ্রিল রায় ঘোষণা করতে পারে সুরাটের একটি আদালত।

author-image
SWETA MITRA
New Update
OBC Rahul Gandhi

নিজস্ব সংবাদদাতাঃ আজ কি সুরাট আদালতে স্বস্তি পাবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)? রাহুল গান্ধীর করা 'মোদী পদবী' নিয়ে মন্তব্যের বিষয়ে আগামী ২০ এপ্রিল রায় ঘোষণা করতে পারে সুরাটের একটি আদালত। সূত্রের খবর, কংগ্রেস (Congress) কর্মীরা আশাবাদী যে আজকের সিদ্ধান্তে রাহুলের স্বস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।  গত মাসে সুরাটের একটি আদালত মোদী পদবী সম্পর্কিত একটি মামলায় কংগ্রেস নেতাকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড দেয়। দোষী সাব্যস্ত হওয়ার পর গণপ্রতিনিধিত্ব আইনের আওতায় তার সংসদ সদস্যপদও বাতিল করা হয়। এদিকে নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে রাহুল ৩ এপ্রিল দায়রা আদালতের দ্বারস্থ হন।  যদি আজকের রায়ে দোষী সাব্যস্ত ও সাজা স্থগিত থাকে, তাহলে রাহুল গান্ধীর লোকসভা সদস্যপদ পুনরুদ্ধার করা যেতে পারে।