/anm-bengali/media/media_files/FoWeDRhi7kaStyz9ZBYU.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মিলল না রেহাই, ২০২৪ সালের লোকসভা ভোটের আগে ফের চরম বিপাকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। ২০১৯ সালের মানহানি মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আবেদন খারিজ করে দিল সুরাট আদালত। যার ফলে রাহুলের সাংসদ পদ বাতিলই রইল, সেই সঙ্গে ২ বছরের জেলের সাজাও বহাল রইল। গত মাসে সুরাটের একটি আদালত মোদী পদবী সম্পর্কিত একটি মামলায় কংগ্রেস নেতাকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড দেয়। দোষী সাব্যস্ত হওয়ার পর গণপ্রতিনিধিত্ব আইনের আওতায় তার সংসদ সদস্যপদও বাতিল করা হয়। এদিকে নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে রাহুল ৩ এপ্রিল দায়রা আদালতের দ্বারস্থ হন।
Gujarat | Surat Court rejects the application filed by Congress leader Rahul Gandhi seeking stay on his conviction in the 2019 defamation case on 'Modi surname' remark. pic.twitter.com/BMVyXTkAs7
— ANI (@ANI) April 20, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us