কেন পশ্চিমবঙ্গে 'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ? মমতাকে নোটিশ সুপ্রিম কোর্টের

ধর্মান্তকরণ থেকে শুরু করে লাভ জিহাদ ও অন্যান্য বিষয়ের উপর ভিত্তি করে তৈরি ‘দ্য কেরালা স্টোরি’ ছবি নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করা হয় এই ছবিকে।

author-image
SWETA MITRA
New Update
mamata kera.jpg

নিজস্ব সংবাদদাতাঃ 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) নিয়ে এবার পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। ধর্মান্তকরণ থেকে শুরু করে লাভ জিহাদ ও অন্যান্য বিষয়ের উপর ভিত্তি করে তৈরি ‘দ্য কেরালা স্টোরি’ ছবি নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করা হয় এই সিনেমাকে। এরই মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের 'দ্য কেরালা স্টোরি' সিনেমার প্রদর্শনী নিষিদ্ধ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে নির্মাতাদের আবেদনের প্রেক্ষিতে মমতার সরকারকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গের পাশাপাশি সুপ্রিম কোর্ট তামিলনাড়ুর সরকারের উদ্দেশ্যে নোটিশ জারি করেছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, 'ছবিটি সারা দেশে প্রদর্শিত হচ্ছে, তাহলে পশ্চিমবঙ্গ সরকার কেন ছবিটি নিষিদ্ধ করবে? কেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এটি চলতে দেবেন না?'