/anm-bengali/media/media_files/Yf7tvgfGhUhP5TgpNjl6.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিগত কয়েক মাস ধরে মহারাষ্ট্রে চরম রাজনৈতিক সংকট (Maharashtra Political Crisis) দেখা দিয়েছে। এরই মাঝে সুপ্রিম কোর্টের (Supreme Court) সাংবিধানিক বেঞ্চ আক্ষরিক অর্থে আগামীকাল বৃহস্পতিবার মহারাষ্ট্রের রাজনৈতিক সংকট নিয়ে রায় দেবে। এই বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন যে, 'আমরা আগামীকাল দুটি রায় দিতে যাচ্ছি।' এদিকে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানান, 'মহারাষ্ট্রে ক্ষমতার লড়াই নিয়ে সুপ্রিম কোর্টের রায় নিয়ে আমরা আশাবাদী।' উপ-মুখ্যমন্ত্রী বলেছেন, তাঁর সরকারের কিছুই হবে না। এদিকে সুপ্রিম কোর্টের রায় কী হবে তা নিয়ে ঠাকরে গোষ্ঠী এবং শিন্ডে গোষ্ঠী আতঙ্কের মধ্যে রয়েছে। মহা বিকাশ আঘাড়ি নেতারা জোরালোভাবে দাবি করছেন যে সুপ্রিম কোর্টের রায়ের পরে সরকার ভেঙে পড়বে।
The Constitution Bench of the Supreme Court is likely to deliver the judgment on the Maharashtra political crisis tomorrow
— ANI (@ANI) May 10, 2023
CJI DY Chandrachud says we are going to be delivering two judgments tomorrow. pic.twitter.com/ussIowOaOm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us