বড় খবরঃ জামিন পেয়ে গেলেন দাপুটে নেতা

বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আজ শুক্রবার আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈনকে (Satyendra Jain) শর্তসাপেক্ষে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে।

author-image
SWETA MITRA
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতাঃ বড় সিদ্ধান্ত নিল সুপ্রিমকোর্ট (Supreme Court)। আজ শুক্রবারআমআদমিপার্টিরনেতাসত্যেন্দ্রজৈনকে (Satyendra Jain)শর্তসাপেক্ষেছয়সপ্তাহেরঅন্তর্বর্তীকালীনজামিনদিয়েছে।অনুমতিছাড়াতিনিদিল্লিছাড়তেপারবেননাএবংমিডিয়ারসামনেকোনওবিবৃতিদিতেপারবেননা বলে আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, আম আদমি পার্টির এই নেতার শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করেই এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।