New Update
/anm-bengali/media/media_files/z3r9zR35OpYZr95Ncm6x.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এখনও অবধি কর্ণাটকের আগামী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে উঠছে প্রশ্ন। সিদ্দারামাইয়া নাকি ডি কে শিবকুমার? কে বসবেন কর্ণাটকের মুখ্যমন্ত্রীর আসনে সেই নিয়ে উঠছে প্রশ্ন। যদিও এএনএম নিউজ গোপন সূত্র মারফত জানতে পেরেছে যে কর্ণাটকের আগামী মুখ্যমন্ত্রী হতে চলেছেন কংগ্রেসের বরিষ্ঠ নেতা সিদ্দারামাইয়া (Siddaramaiah)। যদিও কংগ্রেসের তরফে এই বিষয়ে চূড়ান্ত কিছু জানানো হয়নি। এরই মাঝে কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া-র সমর্থকরা বেঙ্গালুরুতে আনন্দ উৎসবে মেতে উঠেছে। তাঁরা বেঙ্গালুরুর রাস্তায় আতশবাজি ফাটিয়েছেন। দেখুন ভিডিও...
#WATCH | Bengaluru: Supporters of senior Congress leader Siddaramaiah celebrate and burst firecrackers ahead of the decision on #KarnatakaCM post pic.twitter.com/n7rbwohw6p
— ANI (@ANI) May 17, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us