নির্দেশ অমান্য করেছেন পুলিশ সুপার! ডিজিপিকে নালিশ করবেন শুভেন্দু

মাথায় হেলমেট পরে কেন বিজেপি কর্মীদের পেটালো সিভিক ভলেন্টিয়াররা? প্রশ্ন শুভেন্দু অধিকারীর। সিভিকদের কেন রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে সুর চড়ান বিরোধী দলনেতা। বলেন, আদালত সিভিকদের গণ্ডি বেঁধে দেওয়ার পরেও তা অমান্য করা হয়েছে।

author-image
Pallabi Sanyal
New Update
suvendu

শুভেন্দু অধিকারী

নিজস্ব সংবাদদাতা : ময়নায় বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুঁইয়ার মৃত্যুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলে বুধবার সকাল থেকে ১২ ঘন্টার বনধ পালন করছে বিজেপি। পটাশপুরে বনধ সমর্থনকারীদের হঠানোর চেষ্টা করে সিভিক ভলেন্টিয়াররা। ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। শুভেন্দুর প্রশ্ন,  মাথায় হেলমেট পরে কেন বিজেপি কর্মীদের পেটালো সিভিক ভলেন্টিয়াররা? তাদের অনৈতিকভাবে ব্যবহারের অভিযোগও তুলেছেন তিনি। এ নিয়ে সরব হয়ে   সিভিকদের কেন রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে সুর চড়ান বিরোধী দলনেতা। বলেন, আদালত সিভিকদের গণ্ডি বেঁধে দেওয়ার পরেও তা অমান্য করা হয়েছে। নির্দেশ অমান্য করার অভিযোগ এনেছেন পুলিশ সুপারের বিরুদ্ধে। এমনকি ডিজিপিকে  পর্যন্ত নালিশ জানাবেন বলে জানিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। এসপি, ওসি, সিভিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তিনি।  

 

ad.jpg