New Update
/anm-bengali/media/media_files/QnHEd3duNpBEjsUJDTS6.jpg)
নিজস্ব সংবাদদাতা: সুকন্যা মণ্ডলের (Sukanya Mondal) ৩ দিনের ইডি হেফাজতের (ED Custody) নির্দেশ দিলো আদালত। গতকাল অনুব্রতর কন্যাকে গ্রেফতার করেছে ইডি (ED)। দিল্লিতে দফায় দফায় জেরা করার পরই গ্রেফতার করা হয় তাঁকে।আজ সুকন্যাকে রাউস অ্যাভিনিউ কোর্টে (Rouse Avenue Court) পেশ করা হয়। গরু পাচার মামলায় (Cow Smuggling) এবার এই নির্দেশ দিলো আদালত। শেষ তিনবারই ইডির তলব এড়িয়ে গিয়েছিলেন সুকন্যা। তবে তারপরেও তদন্তকারীদের নজর এড়িয়ে যাননি সুকন্যা। শেষ রক্ষা হল না আর চতুর্থবারে। একই মামলায় আট মাস আগে গ্রেফতার (Arrest) করা হয় তাঁর বাবা এবং বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকেও (Anubrata Mondal)।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us