/anm-bengali/media/media_files/IK6waB0TXmjCE3F1Q3NR.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গরু পাচার মামলায় বড় সিদ্ধান্ত নিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। আদালতের রায়ের জেরে এবার বাবা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মতো মেয়ে সুকন্যাকেও থাকতে হবে তিহাড় জেলে (Tihar Jail)। রবিবার সুকন্যাকে ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। এদিকে রায়দানের খবর শুনেই আদালতেই কান্নায় ভেঙে পড়েন সুকন্যা। অন্যদিকে মেয়ের জেল হেফাজতের খবর শুনে ক্ষোভে ফেটে পড়েছেন কেষ্ট। তিনি নাকি নিজের আইনজীবীদের কাছে বলেছেন, 'এর চেয়ে মৃত্যু ভালো ছিল।'
তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে সম্প্রতি গরু পাচারকাণ্ডে গ্রেফতার করেছিল ইডি। ইডি সুকন্যা মন্ডলকে বিপুল পরিমাণ বেহিসাবী সম্পত্তি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য তলব করেছিল। যদিও ইডির অভিযোগ ছিল, তদন্তে অসহযোগিতা করছিলেন সুকন্যা।
সুকন্যা দুটি সংস্থার ডিরেক্টর এবং বীরভূমের বোলপুর শহরে একটি রাইস মিলের মালিক। এর আগে তিনি দুটি সংস্থার অ্যাকাউন্টের মাধ্যমে কিছু লেনদেনের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইডি কর্মকর্তাদের সামনে হাজির হয়েছিলেন।
সুকন্যা মণ্ডলের নামে প্রচুর সম্পত্তি নিবন্ধিত রয়েছে বলে অভিযোগ। গরু পাচার মামলায় জড়িত থাকার অভিযোগে ২০২২ সালের ১৭ নভেম্বর বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে ইডি। একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) তাকে গ্রেফতার হওয়ার পরে তিনি বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us