দণ্ডি বিতর্কে এবার চিঠি সুকান্ত মজুমদারের

ঘটনায় হস্তক্ষেপের দাবি করে তিনি চিঠিতে উল্লেখ করেছেন, ৬ এপ্রিল বালুরঘাটে ২০০ জন আদিবাসী বিজেপিতে যোগ দেন। তৃণমূলের দুষ্কৃতিরা তাদের কয়েকজনকে জোর করে শাসকদলে যোগদান করায়। সেই পদ্ধতিটা গণতান্ত্রিক পদ্ধতি হলে কোনো সমস্যা থাকতো না।

author-image
Pallabi Sanyal
New Update
sukanta majumdar

রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার

নিজস্ব সংবাদদাতা : দণ্ডি বিতর্কে এবার জাতীয় তফসিলি উপজাতি কমিশনের  চেয়ারপারসন হর্ষ চৌহানকে চিঠি লিখলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। ঘটনায় হস্তক্ষেপের দাবি করে তিনি চিঠিতে উল্লেখ করেছেন, ৬ এপ্রিল বালুরঘাটে ২০০ জন আদিবাসী বিজেপিতে যোগ দেন।  তৃণমূলের দুষ্কৃতিরা তাদের কয়েকজনকে জোর করে শাসকদলে যোগদান করায়। সেই পদ্ধতিটা গণতান্ত্রিক পদ্ধতি হলে কোনো সমস্যা থাকতো না। কিন্তু তৃণমূলে ফেরাতে শাস্তিস্বরূপ তাদের ১ কিমি দণ্ডি কাটানো হয়।