ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৫, ১৩৩টি ভারতীয় বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ! হৃদয়বিদারক টুইট সুকান্তের

বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার টুইট করে বলেছেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মানসম্পন্ন শিক্ষার প্রতি এর উত্সর্গ অসাধারণ ফলাফল দেখাচ্ছেন।

author-image
Probha Rani Das
New Update
sukanta az1.jpg

নিজস্ব সংবাদদাতাঃবিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার টুইট করে বলেছেন, “প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীমানসম্পন্ন শিক্ষার প্রতি এর উত্সর্গ অসাধারণ ফলাফল দেখাচ্ছেন।”

sukanta majmdr.jpg

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৫-এ ১৩৩টি ভারতীয় বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেভারত এখন বিশ্বের চতুর্থ সেরা প্রতিনিধিত্বকারী দেশ।

তিনি বলেন, “দারুণ সূচনামোদী সরকারের অধীনে গত ১০ বছরের প্রচেষ্টা সত্যিই ফলপ্রসূ হচ্ছে।”