New Update
/anm-bengali/media/media_files/vgzphSTiGyHsEz6fgIZV.jpg)
সুকান্ত মজুমদার
নিজস্ব সংবাদদাতা : এগড়ায় বাজি কারখানায় বিস্ফোরণের পর গুরুতর জখম হন কারখানার মালিক ভানু বাগও। সেই অবস্থায় কীভাবে পালালেন তিনি? নাকি পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে তাকে ওড়িশায় পালাতে সাহায্য করেছে পুলিশ? ট্যুইটারে এমনই প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে দগ্ধ ভানু বাগকে স্ট্রেচারে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। তার দেহ কলাপাতায় মোড়া। দেখুন সেই ভিডিও।
এগরার খাদিকুলের বিস্ফোরনস্থলে যখন চারিদিকে মৃত্যুমিছিল অব্যাহত, তখন দগ্ধ অবস্থায় কি করে প্রতিবেশী রাজ্যে পালিয়ে গেলেন ভানু বাগ?
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) May 18, 2023
আদৌ পালিয়ে গেলেন? নাকি তাঁকে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে উড়িষ্যায় নিয়ে যাওয়া হলো?
উত্তর একমাত্র মাননীয়া আর তাঁর দলদাস পুলিশ প্রশাসনই জানেন। pic.twitter.com/qjGkkre5zG
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us