New Update
/anm-bengali/media/media_files/CAZvVfPaxJE351BeoG2f.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের কোনও নোটিশ পাননি দমকল মন্ত্রী সুজিত বসু, সাংবাদিক বৈঠক করে দিলেন এই তথ্য। বললেন তাঁর নামে অপপ্রচার করা হয়েছে। দাবি করলেন, 'আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে'। ষড়যন্ত্রের নেপথ্যে কারা? তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়ার দাবি তুললেন তিনি। পূর্বে জানা যায় যে আজ অর্থাৎ ৩১ অগস্ট সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয় তাঁকে। সেই বিষয়টি নাকচ করে দেন ফিরহাদ হাকিমও।
/anm-bengali/media/media_files/JRd7PtTs5FQ9aqi9wsUo.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us