/anm-bengali/media/media_files/snSwl24KC2QTUHzhVIry.jpg)
নিজস্ব সংবাদদাতা: এবার আত্মহত্যার ঘটনা ঘটলো তিহার জেলে। জানা গেছে , দিল্লির তিহার জেলের ০৪ নম্বর কেন্দ্রীয় কারাগারের ৬ নম্বর ওয়ার্ডে এই আত্মহত্যার ঘটনা ঘটে। জেলের তরফ থেকে জানানো হয়েছে ,কারাগারের ৬ নম্বর ওয়ার্ডের বাথরুমে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ইমরান (২৯) নামে এক বিচারাধীন বন্দী। তাঁকে বাথরুম থেকে উদ্ধার করার পর জেলের কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার জেরে তিহার জেরে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
Delhi | An Under Trial Prisoner, Imran, 29, committed suicide by hanging himself in the common bathroom of ward 6 of central Jail no. 04 of Tihar Prison. He was declared dead by an on-duty doctor: Prison officials
— ANI (@ANI) May 26, 2023