তিহার জেলে আত্মহত্যা !

দিল্লির তিহার জেলে আত্মহত্যার ঘটনা ঘটে। এই ঘটনার জেরে ছড়িয়ে পড়েছে উত্তেজনা।

author-image
Srijita
26 May 2023
তিহার জেলে  আত্মহত্যা !

নিজস্ব সংবাদদাতা: এবার আত্মহত্যার ঘটনা ঘটলো তিহার জেলে।  জানা গেছে , দিল্লির তিহার জেলের ০৪ নম্বর কেন্দ্রীয় কারাগারের ৬ নম্বর ওয়ার্ডে এই আত্মহত্যার ঘটনা ঘটে।  জেলের তরফ থেকে জানানো হয়েছে ,কারাগারের  ৬ নম্বর ওয়ার্ডের বাথরুমে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ইমরান (২৯) নামে এক বিচারাধীন বন্দী। তাঁকে  বাথরুম থেকে উদ্ধার করার পর জেলের কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে  মৃত ঘোষণা করেন।  এই ঘটনার জেরে তিহার জেরে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।