New Update
/anm-bengali/media/media_files/yqrqPzcKrfiy9222PF0R.jpg)
নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের একাধিক অঞ্চলের প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী। এরই মধ্যে রাশিয়ান বাহিনী ইউক্রেনের নিকোপোল এবং সুনেলনিকোভস্কি জেলাগুলিতে আঘাত হানে বলে জানা যাচ্ছে।
ডিনিপ্রপেট্রোভস্ক আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সের্হি লাইসাক এই বিষয়ে জানিয়েছেন। হামলার ফলে সুনেলনিকোভস্কি জেলার ভেলিকোমিখাইলিভস্কা সম্প্রদায়ের ২ টি প্রশাসনিক ভবন এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us