New Update
/anm-bengali/media/media_files/zxGaEk8liMEzaPAe7cur.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ শ্রীলঙ্কার পর এবার বাংলাদেশের পালা। ইতিমধ্যেই বাংলাদেশে প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাসভবনে ঢুকে মূল্যবান জিনিসপত্র লুট শুরু করেছে বিক্ষোভকারীরা।বাংলাদেশের সংসদ ভবনের ভেতরেওকিছু উত্তেজিত জনতা লুটপাট শুরু করেছে।
/anm-bengali/media/media_files/hL1O5IGRo9aWYu9lYECN.jpg)
এসবই নীরব দর্শক হয়ে দেখছেন দেশের নিরাপত্তা বাহিনী, সামরিক বাহিনী এবং পুলিশবাহিনী। ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ছাত্র-তরুণ ঢাকার রাস্তায় পায়ে হেঁটে শেখ হাসিনার বাসভবনের দিকে মিছিল নিয়ে অগ্রসর হয়েছে।
প্রসঙ্গত, কোটা আন্দোলন করতে গিয়ে তিন শতাধিক ছাত্রকে নির্মমভাবে হত্যা করা হয় এবং কয়েকজন পুলিশ সদস্যকে আন্দোলনকারীরা জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us