/anm-bengali/media/media_files/bCz25uLHpqsRQAzX1cp0.jpg)
নিজস্ব সংবাদদাতা: শনিবার সকালেই ভূমিকম্পে কেঁপে উঠলো আলাস্কা। কম্পনের তীব্রতা ছিল ৫.৮। ইউএসজিএস জানিয়েছে , আলাস্কার কার্লুক থেকে ৮৭ কিলোমিটার দূরে এই ভূমিকম্পটি আঘাত হানে। আচমকাই ভোরে এই ভূমিকম্পের জেরে আতঙ্কিত হয়ে পড়ে আলাস্কার নাগরিকরা। তবে এই জোরালো ভুমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।