New Update
/anm-bengali/media/media_files/Ajh0CV3AY0f3mLPiQY28.jpg)
Strike at Joshimath
নিজস্ব সংবাদদাতা: জোশিমঠ (Joshimath) বাঁচাও সংগ্রাম সমিতি (জেবিএসএস) প্রশাসনের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছে। তারা ঘোষণা করেছে যে , ২৭শে এপ্রিলের আগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির যথাযথ পুনর্বাসনের দাবি পূরণ না হলে তারা জোশীমঠে ধর্মঘট (Strike) পালন করবেন। সমিতির সভাপতি বলেন,' বদ্রীনাথের দরজা ২৭শে এপ্রিল খুলে দেওয়া হবে, এমন পরিস্থিতিতে জোশীমঠ বাঁচাও সংগ্রাম সমিতি যদি জোশিমঠে যান চলাচল বন্ধ করে দেয়, তাহলে যাত্রায় আসা তীর্থযাত্রীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে ।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us