/anm-bengali/media/media_files/hGb8pXueBHgrZ1HWnxjF.jpg)
নিজস্ব সংবাদদাতা: শুক্রবার ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা ঘটনায় শোকপ্রকাশ করলেন বিদেশের বিভিন্ন রাষ্ট্রনেতা। ইতিমধ্যেই এই ঘটনার শোকপ্রকাশ করেছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ও সিঙ্গাপুরের রাষ্ট্রদূত। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী টুইটারে বলেছেন, 'ওড়িশার ট্রেন দুর্ঘটনার খবর শুনে তিনি গভীরভাবে শোকাহত।বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন। নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।' সিঙ্গাপুরের রাষ্ট্রদূত সাইমন ওংও এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। টুইটারে তিনি লিখেছেন, 'ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত ও শোকাহত। শোকসন্তপ্ত ও আহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা।'
Odisha train derailment: Maldivian FM, Singapore envoy condole loss of lives
— ANI Digital (@ani_digital) June 2, 2023
Read @ANi Story | https://t.co/9MVBPEgYWI#OdishaTrainAccident#AbdullaShahid#SimonWong#Balasorepic.twitter.com/owo6qll2rn
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us