/anm-bengali/media/media_files/YOEhpx1YPWkL8R861t3o.jpg)
নিজস্ব সংবাদদাতা: মহাকাশে রকেট উৎক্ষেপণ করবে দক্ষিণ কোরিয়া। প্রযুক্তিগত ত্রুটির কারণে একদিন আগে উৎক্ষেপণ বাতিল হওয়ার পর বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া তাদের দেশীয় নুরি স্পেস রকেট উৎক্ষেপণ করবে বলে জানিয়েছে দেশটির বিজ্ঞান মন্ত্রণালয়। নুরি রকেটের তৃতীয় উড্ডয়ন দক্ষিণ কোরিয়ার নবজাতক মহাকাশ কর্মসূচিতে একটি বড় পদক্ষেপ হিসাবে চিহ্নিত হবে। কারণ, এই রকেটের মাধ্যমে দেশের কি কি সমস্যা রয়েছে তার দিকে নজর রাখা সম্ভব হবে। উল্লেখ্য , এই মহাকাশযানটির মাধ্যমে এশীয় প্রতিবেশীদের সাথে তীব্র প্রতিযোগিতায় মূল খেলোয়াড় হতে চায় দক্ষিণ কোরিয়া।