New Update
/anm-bengali/media/media_files/TZNmuyf68jSp6Ag0lGP1.jpg)
North Korea
নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি যুক্তরাষ্ট্রের( United Sates) বেশ কিছু গোপন সামরিক নথি ফাঁস হয়েছে। এই ঘটনা দক্ষিণ কোরিয়া ( South Korea) অবগত থাকায় তড়িঘড়ি বৈঠকে বসতে চলেছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তা জানিয়েছে, এই ঘটনার জেরে উত্থাপিত 'ইস্যুগুলো' নিয়ে যুক্তরাষ্ট্র বৈঠকে বসবে। তবে কবে এই বৈঠক হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us